চুয়াডাঙ্গায় মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাতটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আছিয়া খাতুন, রাফিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা নেত্রী শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী শেফালী খাতুন, দিলরুবা খুখু, রিনা খাতুন, দুরি খাতুন, রজিনা আক্তার সাথী, লিপি খাতুন, প্যানের মেয়র সুলতানা আরা রত্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে, মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জীবননগর উপজেলা মহিলা লীগ। গতকাল উপজেলা আওয়ামী লীগের অফিসে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সুলতানা লাকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিজিয়া আক্তার, পৌর মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক আসমা আক্তার, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী চামেলী খাতুন, জীবননগর পৌরসভার মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার বিউটি, শারমিন আক্তার, লিলি খাতুন প্রমুখ।