নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ শীতল বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শীতল বিশ্বাস (৫৫) দামড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর মাঠপাড়ার মৃত করিম বিশ্বাসের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গতকাল বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মরিরুজ্জামান ফোর্স নিয়ে শীতল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শীতল বিশ্বাসকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ