চুয়াডাঙ্গায় ভূমি ও গৃহহীন ৬৯৫টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় সর্বশেষ হালনাগদকৃত ভূমিহীন ও গৃহহীন ৬৯৫টি পরিবার নিরূপন করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জেলায় জরিপকৃত সকল ভূমিহীন পরিবারকেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ার কাজ ইতঃমধ্যেই সম্পন্ন হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভায় উপরোক্ত তথ্য তুলে ধরা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ২০১টি, আলমডাঙ্গা উপজেলায় ১৯২টি, দামুড়হুদা উপজেলায় ১৩৮টি, জীবননগর উপজেলায় ১৬৪টি বাড়ি নির্মাণ করে সর্বশেষ হালনাগদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে। আর কেউ ভূমিহীন না থাকলে চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন, গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে। দামুড়হুদা ও জীবননগরে আর ভূমিহীন নেই বলে ধরে নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড মেম্বারসহ বিভিন্ন দপ্তরের তৃর্ণমূল পর্যায়ে কর্মরতদের মাধ্যমে ভূমিহীন, গৃহহীন পরিবার শনাক্ত করার কার্যক্রম পরিচালিত হয়। ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণার পরও যদি কেউ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে ভূমিহীন হয়ে পড়েন, তাকেও আশ্রয়ণ প্রকল্পের আওতায় পরবর্তীতে নেওয়া হবে। ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে ‘খ’ শ্রেণিভুক্ত তথা যাদের ভূমি আছে বাড়ি নেই তাদেরকেও আশ্রয়ের জন্য বাড়ি নির্মাণের প্রকল্পভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। এ উদ্যোগ বিশ্বজুড়ে শুধু প্রশংসতিই হচ্ছে না, অনেক দেশ এ প্রকল্পকে অনুকরণীয় করেছে। যা অনন্য দৃষ্টান্ত।
টাস্কফোর্স কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গার ৪ উপজেলার নির্বাহী অফিসারগণ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতিসহ বিভিন্ন দপ্তরের প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে চুয়াডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে জমি প্রদানের বিষয়টিকে প্রশংসা করেন। দেশব্যাপী এ উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান উপস্থিত অধিকাংশ সদস্য।