ইপেপার । আজ শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ভুয়া নার্স অপসারণে স্মারকলিপি প্রদান

সিলেটে হামলার প্রতিবাদ ও বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভুয়া নার্স অপসারণে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া সিলেটে নার্সিং স্টুডেন্টদের ওপর হামলার প্রতিবাদ ও বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পদযাত্রা বের করেন তারা। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের করা হয়। পদযাত্রাটি সদর হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ভুয়া নার্স অপসারণে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা ভুয়া নার্স অপসারণের জন্য বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান তাদের দাবির বিষয়ে জানতে ও সমাধানে সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা আন্দোলন থামান। এসময় জেলা সিভিল সার্জন বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি। অন্তত ১০টি প্রতিষ্ঠান বন্ধ করাও হয়েছে। আমি সকল শিক্ষার্থীর দাবির সঙ্গে একত্মতা প্রকাশ করছি।’
সিভিল সার্জন বলেন, কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে অদক্ষ নার্স দায়িত্বে থাকুক, তা আমরা চাই না। নার্সিং স্টুডেন্টসরা লেখাপড়া পড়ে বেকার থাকবে আর অদক্ষরা সেবার নামে প্রতারণা করতে তা মেনে নেয়া হবে না। আমি এ বিষয়েও পদক্ষেপ গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যে এর ফল পাওয়া যাবে বলে আশা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভুয়া নার্স অপসারণে স্মারকলিপি প্রদান

সিলেটে হামলার প্রতিবাদ ও বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পদযাত্রা

আপলোড টাইম : ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় ভুয়া নার্স অপসারণে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া সিলেটে নার্সিং স্টুডেন্টদের ওপর হামলার প্রতিবাদ ও বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পদযাত্রা বের করেন তারা। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের করা হয়। পদযাত্রাটি সদর হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ভুয়া নার্স অপসারণে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা ভুয়া নার্স অপসারণের জন্য বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান তাদের দাবির বিষয়ে জানতে ও সমাধানে সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা আন্দোলন থামান। এসময় জেলা সিভিল সার্জন বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি। অন্তত ১০টি প্রতিষ্ঠান বন্ধ করাও হয়েছে। আমি সকল শিক্ষার্থীর দাবির সঙ্গে একত্মতা প্রকাশ করছি।’
সিভিল সার্জন বলেন, কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে অদক্ষ নার্স দায়িত্বে থাকুক, তা আমরা চাই না। নার্সিং স্টুডেন্টসরা লেখাপড়া পড়ে বেকার থাকবে আর অদক্ষরা সেবার নামে প্রতারণা করতে তা মেনে নেয়া হবে না। আমি এ বিষয়েও পদক্ষেপ গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যে এর ফল পাওয়া যাবে বলে আশা করছি।