চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শুভর পরিবারের পাশে ছাত্রদল
- আপলোড টাইম : ০১:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই ঢাকায় গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আবু সাঈদ মন্ডলের ছেলে শাহরিয়ার শুভ। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই মারা যান শুভ। এই শহিদ শুভর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ অন্যান্য নেতা-কর্মীরা।
গতকাল রোববার জেলা, সদর উপজেলা ও শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা শহিদ শুভর বাবা-মা ও ভাইয়ের সাথে দেখা করে সার্বিক খোঁজখবর নেন। এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা শুভর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে নেতা-কর্মীরা শুভর কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব রহমান, সদস্য সোহাগ, নাজিম উদ্দিন, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমেদ, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল রানা, সোহেল, সবুজ, রাসেল প্রমুখ।