
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গায় প্রেমিকার বাড়িতে মাদারীপুর জেলার অমিদ (২৮) নামের এক প্রবাসী যুবক বিয়ের দাবি নিয়ে অনশন করেছেন। মেয়ের পিতা বিয়ে না দেওয়ায় প্রেমিক অমিদ নামে ওই যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার আবুল বাশারের ছেলে প্রবাসী অমিদ হোসেনের সঙ্গে দুই বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় মোহাম্মদজমা গ্রামের সেকেন্দার আলী মেয়ে সাবিহা খাতুনের। কিছুদিন পূর্বে প্রবাসী অমিদ হোসেন দেশে ফিরে আসেন। এরই মধ্যে গত শুক্রবার মোহাম্মদজুমা গ্রামে এসে সাবিহাকে বিয়ের প্রস্তাব করে। কিন্তু সাবিহার পরিবার তা অস্বীকার করলে বিয়ের দাবিতে বাড়ির সামনেই অনশন শুরু করেন অমিদ। অনশনের এক পর্যায়ে গতকাল সকালে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অমিদ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।