চুয়াডাঙ্গায় বিকেএসপির তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিকেএসপির ২১টি ইভেন্টের তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ কার্যক্রম শুরু হয়। দিনভর ২১টি ইভেন্টের যাচাই-বাছাই শেষে বিকেল ৪ টায় প্রতিভা অন্বেষণ কার্যক্রম শেষ হয়। বিকেএসপির প্রতিভা অন্বেষণে ২১টি ইভেন্টের মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, তাইকোন্ডো, সাঁতার, কাবাডি, টেনিস, অ্যাটলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, আরচারি, শুটিং, বক্সিং, জুডো, কারাতে, জিমন্যাস্টিক, উশো, স্কোয়াশ, টেবিল টেনিস ও ভারউত্তোলন।

১০ সদস্যের বাছাই টিমের লিডার ছিলেন বিকেএসপির বাস্কেটবলের সিনিয়র কোচ ও বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, ক্রিকেট কোচ মো. ইরফানুজ জামান সোহাগ, হকি কোচ মওদুদুর রহমান শুভসহ অন্যান্য ইভেন্টের কোচবৃন্দ।