
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে বার্ষিক লারিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা আবাদ সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে লারিং শেয়ারিং কর্মশালাটির সহযোগিতায় ছিলো জাপান ফান্ড ফর গ্লোবাল এনভাইরমেন্ট (জেএফজিই)।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্না, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, ফুড ইন্সপেক্টর নজরুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থির, ইউনিয়ন এপেক্স কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ, আসাদুজ্জামান সেলিম, ইউনান এপেক্স কমিটির সাধারণ সম্পাদক সাগর আলী ইউনিয়ন কমিটি প্রচার সম্পাদক লিখন আলি, লক্ষীপুর গ্রাম কমিটির সভাপতি আব্দুল মান্নান, দেউলী গ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, রুবেল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি এগিয়ে আসতে হবে একই সঙ্গে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মত এনজিওদের কৃষি সম্পর্কিত কাজগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে পানি সাশ্রয় করতে হবে বিশেষ করে কৃষি কাজে। বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন করা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন না হলে আগামীতে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। কর্মশালাটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ওয়াসেফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ।