নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। লিগভিত্তিক এ প্রতিযোগিতায় জেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করে। স্কুলগুলো হলো- চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চবিদ্যালয়, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় ও ভি জে হাইস্কুল চুয়াডাঙ্গা। লিগভিত্তিক এ প্রতিযোগিতায় ফাইনালে উন্নীত হয় চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চবিদ্যালয় ও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় এ দুটি দল। টসে জিতে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয় দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৭০ রান সংগ্রহ করে। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয় দলের পক্ষে রাতুল সর্বোচ্চ ১১৭ রান ও ২ ইউকেট সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ৪৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। ফলে চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চবিদ্যালয় ১০১ রানের বড় ব্যবধানে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিসিবির দায়িত্বপ্রাপ্ত জেলা ক্রিকেট কোচ খন্দকার জেহাদি জুলফিকার টুটুল। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, রায়হান মোল্লা, মমিন খান, শেখ রাসেল, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সহকারী শিক্ষক রেজাউল হক, ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, বকুল বিশ্বাস প্রমুখ।
ফাইনালে অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশিদুল ইসলাম ক্রিকেটার রাতুলকে নগদ অর্থ প্রদান করেন। আদর্শ উচ্চবিদ্যালয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরী জিপু সকল ক্রিকেটার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন টিপু সুলতান, নয়ন শেখ ও ইমরান খান।