চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী স্কুলে পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
আল মুহসিন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পলাশপাড়া জাহানারা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পথশিশু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পোশাক ও স্কুল ড্রেস তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী মেহনাজ খান বাঁধন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার পত্নী আফরোজা মুন্নী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ এবং জাহানারা যুব মহিলা সংস্থার সভাপতি জাহানারা খাতুন টগর।
এসময় আরও ইপস্থিত ছিলেন আল-মুহসিন সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. আরাফাত ইসলাম, উপদেষ্টা রাজন, ইয়াকুব, সদস্য রুবিনা, তপু, রুবেল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, ডা. মাহাবুবুর রহমান মিলনসহ আল-মুহসিন সমাজকল্যাণ সংস্থা টিম।