চুয়াডাঙ্গায় পেশাদার গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

সমীকরণ প্রতিবেদন:
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ২ শ জন পেশাদার গাড়ি চালককে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করার জন্য এই কর্মশালা আয়োজন করে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
চুয়াডাঙ্গা সড়ক পরিবহন বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি) সৈয়দ আইনুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজিদ হাসান, চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবু জামাল ও চুয়াডাঙ্গা জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি অ্যাড. মানিক আকবর।
অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম বলেন, ‘সড়কে পথচারী এবং চালক সতর্ক হলে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব। এ জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।’ প্রশিক্ষণ কর্মশালার সভাপতি বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি) সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ‘আমাদের যে সব পেশাদার গাড়ি চালক আছেন, তাদের অনেকেই ট্রাফিক আইন সম্পর্কে উদাসীন। সকলের উচিৎ সড়কে যেন প্রাণহানী না হয়, নিরাপদে সড়কে চলাচল করতে পারে, সেদিকে সবার প্রথমে খেয়াল রাখা। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালকরা আরো দক্ষ হবেন।’