চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩ জনকে পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


সভায় উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ৪৩ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই, ক্যাম্প ইনচার্জসহ পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।