
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ক্যাম্প পুলিশের অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পোলবাগুন্দা গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে জামাল উদ্দিন বাউল (৪০) ও একই গ্রামের হারেজ আলীর ছেলে সেলিম হোসেন(৪৫)।
কুতুবপুর ক্যাম্প আইসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পারি আসানন্দপুর গ্রামে দুজন মাদক কারবারী গাঁজাসহ অবস্থান করছে। এসময় আসানন্দপুর প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। সেসময় তাদের নিকট থেকে ৫০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত দুই আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।