চুয়াডাঙ্গায় পিকনিকে মাদক সেবন নিয়ে মারামারিতে ২জন আহত

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পিকনিকে মাদক সেবন করাকে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লাল চাঁন ও চয়ন নামের দুজন জখম হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌর এলাকার এতিমখানাপাড়ার আম বাগান মাঠে এ ঘটনা ঘটে। এসময় পিকনিকে অংশ নেওয়া অন্য বন্ধুরা রক্তাক্ত অবস্থায় লাল চাঁন ও চয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। জখম লাল চাঁন রেলপাড়ার নিজামুদ্দিনের ছেলে ও চয়ন শেখ একই এলাকার নাজমুল শেখের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এতিমখানাপাড়ার আম বাগান মাঠে লাল চাঁন, চয়ন শেখ সহ কয়েকজন বন্ধু মিলে পিকনিক করতে যায়। সেখানে মাদক সেবন নিয়ে লাল চাঁন ও চয়নের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে চয়ন ইট দিয়ে লাল চাঁনের মাথায় আঘাত করে। লাল চাঁনও তার হাতে থাকা দা দিয়ে চয়নের হাতে কোপ মারে। এতে উভয়েই রক্তাক্ত জখম হয়। পরে পিকনিকে অংশ নেওয়া অন্য বন্ধুরা তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ ঘটনায় কেউই থানায় কোনো অভিযোগ করেনি।