দক্ষ কৃষি অনুশীলন ফলাফল ও প্রভাব বিষয়ক কর্মশালা

চুয়াডাঙ্গায় পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সাংবাদিকদের নিয়ে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের ফলাফল ও প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভাইরমেন্টের (জেএফজিই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থির, চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফির রহমান, জিটিভির জেলা জেলা প্রতিনিধি রিফাত রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রফেসর আতিয়ার রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রেজাউল করীম লিটন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিছান আহম্মেদ, দি ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি এম এম আলাউদ্দিন, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি আবুল হাসেম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দামুড়হুদা উপজেলা এপেক্স ফেড়ারেশনের সহসভাপতি আশরাফুজ্জামান পিণ্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পানি সাশ্রয় নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বকারী সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলেছে। যার ফলে মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ভূগর্ভের পানির অপরিকল্পিত ব্যবহারের ফলে লেয়ার নিচে নেমে যাচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পানির সাথে আর্সেনিকসহ অন্যান্য হেভি মেটাল আমাদের স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এছাড়াও শাক-সবজিসহ অন্যান্য ফসলে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে মানবদেহে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে জমির জৈব উপাদান কমে যাওয়ায় উৎপাদন ক্ষমতা হারাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষির টেকসই উন্নয়ন, কৃষকের দক্ষতা বৃদ্ধি ও পানি সাশ্রয়ী বিভিন্ন টেকনোলজিগুলো মাটির স্বাস্থ্য রক্ষা, মানবদেহ নিরাপদ রাখা, জৈব পদ্ধতিতে চাষাবাদে উদ্ভুদ্ধ করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখার পথ সুগম করা।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে নাজমুল হক স্বপন বলেন, ‘প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা পানি সাশ্রয়ী কৃষি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও জৈব কৃষি নিয়ে যে কাজগুলো করে আসছে, সেগুলো অত্যন্ত যুগোপযোগী। এই কৌশল ও পদ্ধতিগুলো কৃষি সম্প্রসারণের সাথে সমন্বয় করে আরও দীর্ঘ পরিসরে করা গেলে মানুষ উপকৃত হবে।’