
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নান্দনিক সাজে ফুড কার্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সড়কের জান্নাতুল মাওলা কবরস্থানের বিপরীতে এ ফুড কার্টের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক সহকারী পরিচালক আব্দুল হান্নান অতিথি থেকে এর শুভ উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সৌদ মালিক জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, অ্যাড. এসএনএ হাসেমী, নিহারুল ইসলাম, সাঈদ ইকবাল পারভেজ, হাসানুজ্জামান, কামরুল প্রমুখ।