
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, মমিন খান, শেখ রাসেল রায়হান মোল্লা, রাশিদুল ইসলাম, নাসির আহাদ জোয়ার্দ্দার, মহসিন রেজা, টুটুল মোল্লা প্রমুখ।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের অংশ হিসেবে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বালক ক্রিকেটারদের ১০ দিনের নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত ক্রিকেট কোচ শফি কামাল ও স্থানীয়ভাবে সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার সাবেক ক্রিকেটার শিমুল। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল প্রথম দিন অনূর্ধ্ব-১৬ বালক ক্রিকেটে শতাধিক ক্রিকেটার বাছাই পর্বে অংশগ্রহণ করে।