চুয়াডাঙ্গায় তাড়িসহ আটক দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১১০ লিটার তাড়িসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন- সাতগাড়ি হঠাৎপাড়ার মৃত রমজান আলীর ছেলে রুমন হোসেন (২৫) ও একই গ্রামের আলম হোসেনের ছেলে চঞ্চল (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে সাতগাড়ি মানদের মাঠের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৬০ লিটার তাড়িসহ রুমন হোসেনকে আটক করে। এবং দুপুর দেড়টার দিকে একই মাঠের একটি খেজুর বাগানে অভিযান চালিয়ে ৫০ লিটার তাড়িসহ চঞ্চলকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে রুমন হোসেন ও চঞ্চল দু’জনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কেই ২ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।