
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় দাসপাড়া প্রিমিয়ার লিগ (ডি.পি.এল) ক্রিকেট টুর্নামেন্টের সিজেন ৪-এর চ্যাম্পিয়ন হয়েছে দাসপাড়া কিংস। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী দাসপাড়া কিংস বনাম দাসপাড়া টাইগার। খেলায় ৫ উইকেটে দাসপাড়া টাইগারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাসপাড়া কিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দাসপাড়া টাইগারের অধিনায়ক দিগন্ত কুমার। দাসপাড়া টাইগার খেলোয়াড়দের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ১০ ওভারে ১১০ রানের স্কোর সংগ্রহ করে দিগন্তের দাসপাড়া টাইগার। জবাবে দাসপাড়া কিংসের প্রজয় ও প্রহল্লাদের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জয় করে নেয় দাসপাড়া কিংস। দলের জয়ে ৫৪ রান করে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্যা ম্যাচ হন প্রজয় কুমার এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং ও বোলিং নৈপুণ্য দেখিয়ে ১৭৪ রান ও ৮ উইকেট শিকার করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন দাসপাড়া কিংসের প্রহল্লাদ কুমার।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন মিন্টু মাস্টার, রনি, সুজন, সুমন, জিনা ও অমল। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন চার দলের অধিনায়করা। খেলা শেষে অতিথিরা বলেন সুস্থ দেহ সুন্দর মন এবং শরীরকে সুস্থ রাখতে খেলার বিকল্প নেই। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন টুটুল, বিশে, ষষ্ঠী, প্রহল্লাদ, দুর্জয়, শিশির, সুজন প্রমুখ।