নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আজ বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্কে এ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। সভায় অতিথি হিসেবে থাকছেন বাজুসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন দেশের প্রত্যেকটি জেলায় জুয়েলারি মালিকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা শাখায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় বাজুস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে বাজুসের সহসম্পাদক ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ-এর ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুসের কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ-এর সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং-এর সদস্য রকিবুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ মতবিনিময় সভায় জেলার সকল জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।
