
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ আরও দুই যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গত শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা ও জাফরপুর পাওয়ার জাইজপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলার তেঁতুলতলাপাড়ার সাইদুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও জাফরপুর পাওয়ার হাউজ পাড়ার শামসুল হকের ছেলে হিরণ (২৮)। গতকাল রোববার আটককৃত দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আসামি করে একটি অভিযোগ হয়। মামলার পর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। পরে গত শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তালতলা এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটা চোরাই ঐঁহশ মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির চ্যাসিস নাম্বার: চঝ১কঈঝ২৩৬শঔঊ০০২৯৭ ইঞ্জিন নাম্বার: কঈ১৩ঊঋকএঈ০০৮৫৩। পরে সিরাজুলকে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাফরপুর থেকে হিরনকে আটক করে পুলিশ।
চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, আটককৃৃতদের সংশ্লিষ্ট মামলায় গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রের আরও কোনো সদস্য অছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।