চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের রশিদ আটক

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপা উপজলোর বাসিন্দা রশিদ (৪৫) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার রশিদকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রশিদ শৈলকুপা উপজেলার বাখরবা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ভান্ডারদোহা এলাকয় অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানের চেষ্টা করেন রশিদ। তবে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫ শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রশিদের বরিুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করে।