
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ দুজন জখম হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ী বনানীপাড়ায় লিয়াকতের বাঁশবাগানে খেলার সময় ইজিবাইক চালক মো. হুছাইনের ছেলে মো. মাহফুজুর রহমানকে (৬) কুকুরে তাড়া করে। এসময় সে দৌঁড়ে পালাতে গেলে তার কানে কামড়ে দেয় কুকুরটি। আর মাহফুজের চিৎকারে পাশের বাড়ির বরকত আলীর ছেলে মো. মোমিন (৩৮) এগিয়ে আসলে তাকেও কামড় দেয়। এতে মোমিনের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান তাদের চিকিৎসা দেন।