চুয়াডাঙ্গায় কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় বিএনপির মানববন্ধন কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জেলা সাহিত্য পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় নেতা-কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ জানান, ‘বেলা ১১টায় আমাদের মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এরপূর্বেই আব্দুল জব্বার সোনা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হন। মানববন্ধন কর্মসূচিতে তিনি বক্তব্যও দিয়েছেন। দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁর অবস্থা শঙ্কামুক্ত।’

এদিকে, গতকাল দুপুরেই খন্দকার আব্দুল জব্বার সোনার খোঁজ নিয়ে হাসপাতালের ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জানান শরীফসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।