চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে মঙ্গলদীপ জ্বালিয়ে সরস্বতী পূঁজার আনুষ্ঠানিকতা শুরু

সমীকরণ প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে জানাবেন প্রণতি। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা।
চুয়াডাঙ্গা:
সরস্বতী পূজা উপলক্ষে চুয়াডাঙ্গা বড়বাজার পূজামণ্ডপসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতি বছরের মতো বড়বাজার পূজামণ্ডপ এবং তার আশপাশের হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ব্যক্তিগত উদ্যোগেও সরস্বতী পূজার আয়োজন করে। পূজা উপলক্ষে শহরের শেখপাড়া, মাস্টারপাড়া এলাকা সাজানো হয় রঙিন সাজে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অঞ্জলী, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রসাদ বিতরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ধর্মীয় আয়োজনের প্রথম দিন অতিবাহিত হয়। গতকাল সন্ধ্যায় মঙ্গলদীপ জ্বালিয়ে ৪দিনব্যাপী সরস্বতী পুজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন প্রধান অতিথি থেকে মঙ্গলদীপ প্রজ্জলন করেন।
এসময় তিনি বলেন, ‘মঙ্গলের এই আলো শুধু আলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই আলোয় উদ্ভাসিত করবে সকলের জীবন। এদেশে আমরা সবাই সুন্দরভাবে যার যার ধর্ম ও ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার পত্নী ও পুনাকের সভানেত্রী ফরিদা ইয়াসমিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানের মেয়র সুলতানা আঞ্জু রত্না।
আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা দুর্গা মন্দির কমিটির সভাপতি সুরেশ কুমার সাহা, সহসভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক কিংকর দে। পরে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার পত্নী ফরিদা ইয়াসমিন পুলিশের পক্ষ থেকে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পূজা রকর্স এর সভাপতি মিলন চক্রবর্তী, অনিক চক্রবর্তী ও রুদ্র দে।
মেহেরপুর:
পুরোহিতের মন্ত্রপাঠ ও ঢাকের বাদ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূজার আয়োজন করে। সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেত শুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।