চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের বনভোজন অনুষ্ঠিত

দর্শনা অফিস:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েভ ফাউন্ডেশনের বনভোজন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার কোষাঘাটা ওয়েভ ফাউন্ডেশনের সেন্টার ফর ডেভেলপমেন্ট ক্যাপাসিটি (সিডিসি) চত্বরে এ বনভোজনের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীসহ ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা এ বনভোজনে অংশ নেন।
বনভোজন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, ‘অন্য বছরের তুলনায় ২০২২ সালে আমরা একটি বিশেষ অবস্থার মধ্যে পড়ি। সে অবস্থায় আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের এই চ্যালেঞ্জ মূলত ছিলো চুয়াডাঙ্গা জেলাতেই। আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রেখেছেন। আপনাদের সকলকে ফাউন্ডেশনের গর্ভানিং বডি, জেনারেল বডি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে সর্তক থাকতে হবে এবং এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ কোনো অবস্থান নেয় আমারা সকলে ঐকবদ্ধভাবে তা প্রতিরোধ করবো।’
বনভোজনে অংশ নেন ওয়েভ ফাউন্ডেশনের গর্ভানিং বডি’র সদস্য ফজলুল হক, মহাসিন আলী, ডা. শাহিনুর হায়দার, রাশেদা বেগম, নুরুল ইসলাম, পিন্টু শাহ, বদরুল আলম ফিট্টু ও রানী শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ পরিচালক আমিরুল ইসলাম, মানব সম্পদ বিভাগের পরিচালক ইফতেখার হোসেন ও কমিউনিটি অর্থায়ন কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন। দিনব্যাপী এ বনভোজনে বিভিন্ন ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন কিতাব আলী, জিল্লুর রহমান যুদ্ধ, আব্দুস সালাম ও কামরুজ্জামান যুদ্ধ।