নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার চারটি থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার জীবননগর, আলমডাঙ্গা, দর্শনা ও দামুড়হুদা থানার চারজন ওসি বদলি ও সংযুক্ত করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন স্বাক্ষরিত অফিস আদেশে তাঁদের বদলি করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দীন মৃধা। তিনি জেলা পুলিশে পরির্দশক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলমডাঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব কুমার নাথ। তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দর্শনা থানার দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। এই কর্মকর্তা দামুড়হুদা মডেল থানায় ওসি ছিলেন। দামুড়হুদা মডেল থানার দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি আলমডাঙ্গা থানার ওসি ছিলেন।
এদিকে, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীরকে জেলা বিশেষ শাখা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেককে জেলা পুলিশের অপরাধ বিভাগে সংযুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘থানার অফিসার ইনচার্জদের বদলি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময়পূর্ণ হওয়ায় একসঙ্গে জেলার চারটি থানায় এমন রদবদল করা হয়েছে।’