
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ যুগিরহুদা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় মিজানুুর রহমান তার ইজিবাইক নিয়ে সরোজগঞ্জ বাজারে এসে পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম মিজানুর রহমান সদর উপজেলার গোবরগাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ‘বিকেলে আমি ইজিবাইক নিয়ে ভাড়া তুলছিলাম, এসময় গোবরগাড়া গ্রাম থেকে একই এলাকার বাবলু আমার সঙ্গে কথা বলবে বলে যুগিরহুদা মাঠে নিয়ে যায়। সেখানের একটি পেয়ারা বাগানে ইজিবাইক রেখে পাশের একটি পুকুরের পাশে নিয়ে কোনো কথা ছাড়ায় আমার মাথায় লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করতে শুরু করে। এসময় আমি বাবলুকে ধাক্কা দিয়ে আমার ইজিবাইক নিয়ে পালিয়ে সরোজগঞ্জ বাজারে চলে আসি। সেখান থেকে স্থানীয়রা আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। আমার ইজিবাইকটি সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পে আছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ জানান, তার মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষ তাকে ভর্তি রাখা হয়েছে।