চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আ.লীগের প্রস্তুতি সভা

শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক কার্যকরী কমিটির সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেও, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, সাথী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা শেখ সেলিম, ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহাবুল হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভায় ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত সকল নেতা-কর্মীকে যথাসময়ে সুশৃঙ্খলভাবে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার আহ্বান জানান।