
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় আটক রফিকুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার রেজাউল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স হাতিকাটা মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে আটককৃত আসামির শরীর তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাঁজাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, আটককৃত আসামির নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।