চুয়াডাঙ্গায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবুকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়ছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফিতে কেটে বীর নিবাসের প্রতীকী চাবি হস্তান্তর করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সেখানে ফুলের চারা রোপণ করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবু ও তার পরিবারের সদস্যদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সদর উপজেলা পিআইও অফিসের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরওয়ার সিদ্দিক বাবুল মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ফকির আলী, সেলিম উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া কনস্ট্রাকশনের পরিচালক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমিনুল ইসলাম জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় একতলাবিশিষ্ট বীর নিবাসের ভবনে রয়েছে দুটি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং স্পেস, এবং একটি ওয়াশরুম। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।