চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬

চীনা পর্যটকদের জন্য ভিসা সহজ করল আমিরাত

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

1473046769

বিশ্ব ডেস্ক: চীনের নাগরিকরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েই ভিসা নিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী।  রবিবার এক ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম বলেন, ‘চীনের পর্যটকদের আমরা বিমানবন্দরে আগমনের পর ভিসা দেয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি।’ প্রধানমন্ত্রীর দাপ্তরিক টুইটার একাউন্টে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং অন্যতম অগ্রাধিকার।’  সংযুক্ত আরব আমিরাত নিজেকে আঞ্চলিক বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গত এক দশকের বেশি সময়ে কয়েকশ’ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে দুবাই পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। ২০১৫ সালে এক কোটি ৪২ লাখ লোক দুবাই সফর করেছে। ২০২০ সাল নাগাদ তারা এই সংখ্যা আড়াই কোটিতে উন্নীত করার টার্গেট নির্ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে দুবাই পর্যটন প্রধান ইসাম কাজিমের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ২০১৫ সালে সাড়ে চার লাখ চীনা নাগরিক দুবাই ভ্রমণ করেছেন। যা এর আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ৪৭টি দেশের নাগরিকরা আমিরাতে এসে ভিসা নিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।