চিরনিদ্রায় শায়িত গোলাম সারওয়ার
- আপলোড টাইম : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৩৫৭ বার পড়া হয়েছে
ডেস্ক রির্পোট: সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রখ্যাত এই সাংবাদিককে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদক পাওয়া সাংবাদিক গোলাম সারওয়ার। তিনি বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান ছিলেন। সমকাল জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোলাম সারওয়ারের মরদেহ নেওয়া হয় তাঁর কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সমকাল পরিবারের সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। সকাল সোয়া ৯টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে যান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’র খুশী কবিরসহ বিভিন্ন স্তরের মানুষ।