
দলের জন্য তাঁর অবদান জেলা বিএনপি চিরকাল স্মরণ করবে : সদস্যসচিব শরীফুজ্জামান
সমীকরণ প্রতিবেদন:
‘জন্মিলে মরিতে হবে, এইতো নিয়ম’। কিন্তু সেই মৃত্যু কখনো কখনো হানা দেয় নিয়ম না মেনেই। আসে এমন অপ্রত্যাশিতভাবে যে মেনে নেওয়া যায় না। গত শনিবার চুয়াডাঙ্গায় বিএনপির পদযাত্রা চলাকালে হৃদরোগে আত্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও ডাউকি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তাঁর জানাযা শেষে একই কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাযা ও দাফনকার্যে অংশ নিতে বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে দারুস সালাম ঈদগাহ ময়দানে।
আব্দুল জব্বার বাবলুর জানাযার পূর্বে তাঁর স্মৃতিচারণ করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পদযাত্রা শুরুর পূর্বেও তার সঙ্গে মোবাইলে আমার কয়েকবার কথা হয়েছিল। তিনি একটি দাওয়াতে গিয়েছিলেন, আমি রাগ করে বলেছিলাম কর্মসূচির দিনেও দাওয়াতে গেছেন। তিনি আমাকে বলেছিলেন ভাই কোনো সমস্য নেই। ঠিক সময়মতো আমি পৌঁছে যাব। তিনি অসুস্থ থাকা সত্যেও দলকে ভালোবেসে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তিনি পদযাত্রা চলাকালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করব। দলের জন্য তাঁর অবদান জেলা বিএনপি চিরকাল স্মরণ করবে। শোকাহত পরিবারটিতে সান্তনা দেওয়ার ভাষা আমার নেই, আমি ও দলের নেতা-কর্মীরা সবসময় এই পরিবারটির পাশে থাকব। রাজপথে দলের জন্য প্রাণ দেওয়া এই ত্যাগী নেতা ও তাঁর পরিবারটির জন্য আপনারা সবাই দোয়া করবেন।’
এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মীর মহিউদ্দিন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুল কাউনাউন টিলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলার বণিক সমিতির সভাপতি মো. মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল, ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সংক্ষিপ্ত আলোচনা সভাটির সঞ্চালনা করেন।
নিহতের জানাযা ও দাফনকার্যে আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা স্বেচ্ছাসবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ আওয়ামী লীগ, বিএনপিসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষ জানাজায় অংশ নেন।