চিত্তরঞ্জন সাহা চিতু শ্রেষ্ঠ ছড়াকারের সম্মাননা লাভ

বিশিষ্ট ছড়াকার, কবি, সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার চিত্তরঞ্জন সাহা চিতু ছড়া সাহিত্যে অসাধারণ অবদানের জন্য শ্রেষ্ঠ ছড়াকার হিসাবে সম্মাননা ও পদক লাভ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট ছড়াকার ফারুক হোসেন আনুষ্ঠানিক ভাবে চিত্তরঞ্জন সাহা চিতুর হাতে এই সম্মাননা তুলে দেন। ইউনেস্কো ক্লাব চুয়াডাঙ্গা আয়োজিত ও ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, বিশিষ্ট ছড়াকার হুমায়ুন কবীর ঢালী, এবিএইচ ডেভোলপমেন্ট পাবলিশিং হাউজের পরিচালক মোঃ আইনুল হোসেন, বিশিষ্ট গবেষক খান মাহমুদুল আলম ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সুলতানারা রতœা। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরের ৪০ জন কবি স্বরচিত লেখা পাঠ করেন। চিত্তরঞ্জন সাহা চিতু দৈনিক আকাশ খবরের চিমটি লেখক ও সিনিয়র সাব এডিটর। তিনি রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা এনএনসাহা ও বিমলা বালা সাহার তৃতীয় পুত্র। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি কিংকর কুমার দে। – বিজ্ঞপ্তি