চিকিৎসা নিয়ে চলে যাবেন না, সেবার মান জানাবেন

????????????????????????????????????

চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির সেবা দিবসের আলোচনায় টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও ডা. মোস্তাক-উর- রহমান জোয়ার্দ্দার। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন মো. মাসুম বিল্লাহ। এ সময় ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ডা. নাহিদ ফাতেমা রত্না, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং রোগী সাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি এখন থেকে একই ছাদের নীচে কিডনী ও হার্টের চিকিৎসা নিতে পারবেন বলে আশা করি। রোগীরা হয়রানি না হয়, সেজন্য পরিপূর্ণ হাসপাতালে পরিণত হতে পারে। প্রতিষ্ঠান চালাতে গেলে ত্রুটি-বিচ্যুতি হতে পারে। সংসার চালাতে গেলেও ত্রুটি-বিচ্যুতি হয়। আমরাও মানুষ। আপনারা চিকিৎসা নিয়ে চলে যাবেন তা নয়, চিকিৎসক ও সেবার মান কেমন তা জানাবেন। চিকিৎসকের কাছে সমস্যাগুলো খুলে বলতে হবে। হাসপাতালের ভুল-ত্রুটিগুলো বললে আমরা শুধরাতে পারব। গত ৬ মাসে মহামারি করোনার কারণে হাসপাতাল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আমাদের পাশে থাকবেন। শৃঙ্খলায় জীবন। ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে।