চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সাদ উইক-এর তত্ত্বাবধানে চিকিৎসা ও পরার্মশ নেবেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চিকিৎসাকালে সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন।