চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতায়ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা।
জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের সুলতান মল্লিকের ছেলে তুহিন ভাড়া মারার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। সেখানে এক মাইক্রো চালকের সঙ্গে পরিচয় হয়। এই মাইক্রো চালক তাঁকে একটি জুস খেতে দেন। এই জুস খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে মাইক্রোযোগে বাড়াদি মাঠে ফেলে আসেন। স্থানীয় জনগণ তাঁকে পড়ে থাকতে দেখে মেহেরপুর পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে ভর্তি করে। পুলিশ তাঁকে শনাক্ত করার জন্য তাঁর দেহ তল্লাশি করে তাঁর পকেটে আরিফ মেডিকেলের একটি ভিজিটিং কার্ড পায়। সেই মোতাবেক পুলিশ ফোন করলে জানা যায় ওই ইজিবাইক চালক আরিফের মামাত ভাই। পরে তাঁর পরিবারের লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে চুযাডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী তুহিনের পরিবার।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তুহিন সুস্থ হলে পরিস্কারভাবে সবকিছু জানা যাবে।