চার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল বিক্রয় করা ও শিশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। অভিযানে সরোজগঞ্জ বাজারের সাহা স্টোরের মালিক বিষ্ণু সাহাকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল বিক্রয় করার অপরাধে নিরাপদ খাদ্য খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। শিশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় স্বপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি। পরে মাছের বাজারে ডিজিটাল স্কেল ব্যবহার না করার অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ-১৯৮২ এর ৩২ ধারায় এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।