চার প্রেসক্লাবের সাংবাদিকরা করবেন লড়াই

কালীগঞ্জে অনুষ্ঠিত হবে সবুজ দেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
প্রতিবেদক, কালীগঞ্জ:
নিজ পেশার অনেক সিনিয়রদের চেনেন না নতুন প্রজন্মের সংবাদ কর্মীরা। কিন্তু পরস্পরের মধ্যে চেনা-জানা থাকাটা জরুরি। আবার পেশাগত ব্যস্ততায় অনেকের সঙ্গে অনেকের দেখাও হয় না। বিষয়টি মাথায় নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল সবুজ দেশ নিউজ আয়োজন করেছে চার দলীয় মিডিয়া কাপ বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের। কালীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় খেলাটি আজ শনিবার বেলা তিনটায় সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। শুধু সাংবাদিকদের অংশগ্রহণে চার দলীয় ফুটবল খেলায় কালীগঞ্জ প্রেসক্লাব ছাড়াও অংশগ্রহণ করবে ঝিনাইদহ, মহেশপুর ও কোটচাঁদপুর প্রেসক্লাবের সংবাদ কর্মীরা। বেলা তিনটায় দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী কালীগঞ্জ প্রেসক্লাব বনাম কোটচাঁদপুর প্রেসক্লাব। দিনের দ্বিতীয় খেলায় দক্ষিণবঙ্গের টাইগার খ্যাত ঝিনাইদহ প্রেসক্লাবকে মোকাবিলা করবে ফুটবলের সীমান্ত সেনা শক্তিশালী মহেশপুর ফুটবল একাদশ। এরপর উভয় ম্যাচের বিজয়ীরা আবার মাঠে নামবেন শিরোপা জিততে।
আয়োজক সবুজ দেশ নিউজের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ জানান, সংবাদ কর্মীদের মিলন মেলায় পরিণত করতে তারা এ ব্যতিক্রমী আয়োজন করেছেন। খেলায় বাড়তি আকর্ষণ হিসেবে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে খেলবেন সংশ্লিষ্ট প্রেসক্লাব এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণ করবেন। খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।