
বিনোদন ডেস্ক: চার দেশের চারটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে আবু শাহেদ ইমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’। এ উৎসবগুলো হবে রাশিয়া, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা ও ভারতের হায়দরাবাদে। এর মধ্যে তিনটি আয়োজনেই ছবিটি থাকছে মূল প্রতিযোগিতায়। রাশিয়ার তাতারস্থানের কাজান শহরে ৫ থেকে ১১ই সেপ্টেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ‘জালালের গল্প’। ৫০টি দেশের ৭০০টিরও বেশি থেকে মাত্র ৯টি ছবি মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। বাংলাদেশ লড়বে কাজাকস্থান, চীন, ইরান, কিরিকিস্তান, মালয়েশিয়া, রাশিয়া, সার্বিয়া ও আরব আমিরাতের সঙ্গে। ২০০৫ সালে শুরু হওয়া এ উৎসব রাশিয়ান ফেডারেশনের রিপাবলিক অব তাতারস্থানে অনুষ্ঠিত হয়ে আসছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে। উত্তর কোরিয়ার পিইয়ংওয়াং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও মূল প্রতিযোগিতায় লড়বে ‘জালালের গল্প’। উত্তর কোরিয়া সরকারের আয়োজনে সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত এটি। ২০০২ সালে শুরু হয়ে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় উৎসবটি। এবার ১৫তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত। শ্রীলংকার জাফনা প্রভিন্সের জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৭শে সেপ্টেম্বর। এখানেও ‘জালালের গল্প’ লড়বে মূল প্রতিযোগিতায়। এদিকে হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ বছর অস্কারে বিদেশি চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় অংশ নেয়া ছবিগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু ছবি নিয়ে আয়োজিত একটি বিশেষ সেকশনে দেখানো হবে ‘জালালের গল্প’। এ উৎসব চলবে ২৩ থেকে ২৭শে সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ই অক্টোবরের বুসান উৎসবে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর গত দুই বছর ধরে বিশ্বের ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত, পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে ‘জালালের গল্প’। ২০১৫ সালে অস্কারে বিদেশি ভাষার বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছবিটি। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা প্রমুখ।