চারদিন পর ভারত থেকে দর্শনায় পৌঁছেছে আলী কদরের লাশ

logo

দর্শনা অফিস:
চারদিন আটকে থাকার পর ভারত থেকে দর্শনার কামারপাড়ায় পৌঁছেছে আলী কদরের লাশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কদরের মৃতদেহ দেশে প্রবেশ করে। এসময় ভারতের বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে নিহতের লাশ পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। নিহত আলী কদরের পরিবারের সদস্যরা জানান, কামারপাড়া গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলী কদর কিডনি রোগের চিকিৎসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি ভারতে যায়। তবে চিকিৎসা নেওয়ার পূর্বেই আলী কদরের মৃত্যু হয়। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে চারদিন পর গতকাল সন্ধ্যায় লাশ দেশে নিয়ে আসা হয়।