নিজস্ব প্রতিবেদক:
‘চাকরি করব না, বেকারও থাকব না’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাহানারা ফাউন্ডেশনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় পথশিশু প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা খাতুন। বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার এবং যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সকল বয়সীদের কর্মসংস্থানবিষয়ক আলোচনাও এই উঠান বৈঠকে করা হয়। এসময় উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দামুড়হুদা ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার আব্দুল গাফফার, অ্যাড. শাহাজাহান আলী, জাহানারা-যুব মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা অ্যাড. বদর উদ্দিন প্রমুখ।