খেলাধুলা প্রতিবেদন: আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৮ নভেম্বর) নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ইনজুরিতে রয়েছেন টাইগাদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর ছুটিতে সহ-অধিনায়ক লিটন দাস। তাই নিউজিল্যান্ড সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শান্তকে। এছাড়া দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, হাসান মুরাদ ও শাহাদাত হোসেন দিপু। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ নভেম্বর, সিলেটে। আর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। বাংলাদেশ দল: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।