ঘরের ভিত্তি স্থাপন করলেন ডিসি নজরুল ইসলাম

দামুড়হুদা জয়রামপুরে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের অধীনে
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার খোদা বক্সের জমি আছে কিন্তু ঘর না থাকায় বাংালাদেশ কর্ম কমিশন সচিব হাছিয়া খাতুনের নিজ তহবিল থেকে ঘর তৈরির ভিত্তি স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘর উদ্বোধন শেষে বিভিন্ন্ স্থান পরিদর্শন করেন জেলান প্রশাসক।
জানা যায়, সরকারের নির্দেশ প্রত্যেক সচিবালয়ের নিজ তহবিল থেকে দুটি করে ঘর তৈরি করতে হবে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে খোদা বক্সের ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দের ঘর তৈরির ভিত্তি স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন ও উপজেলা সহকারী প্রকৌশলী খালিদ হোসেন। উদ্বোধন শেষে নাটুদাহ ইউনিয়ন পরিষদ, নাটুদাহ ভূমি অফিস ও দামুড়হুদা পলাশী সামাজিক উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন তিনি। জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, এই ঘর তৈরি করতে ভালোমানের ইট বালু ও রড ব্যবহার করতে হবে এবং ১০ অক্টোবরের মধ্যে ঘর তৈরি সম্পন্ন করতে হবে।