প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-সড়াবাড়ীয়া মাঠের মধ্যে পাওয়ারট্রিলার ও অটোরিকশা সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে মাঠ থেকে একটি পাওয়ারট্রিলার সড়াবাড়ীয়া বাজার থেকে গড়াইটুপি বাজারে যাচ্ছিল। পথের মধ্যে গহেরপুর সোনার মাঠ (পাঁচকবর) নামক স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতরা হলেন- নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মৃত পাতারি হোসেনের ছেলে বাবু, সড়াবাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে ফারুক হোসেন (২৮), মৃত আমীর হোসেনের ছেলে রবিউল হোসেন (২৩), আজিজুরের ছেলে খলিল হোসেন (৩৫) ও অটোচালক সুজায়েতপুর গ্রামের সাত্তারের ছেলে আব্দুল আলীম (২৮)। দুর্ঘটনায় আহত সবাইকে সড়াবাড়ীয়া বাজারের স্থানীয় ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আহত বাবুর অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে তাঁর পরিবার।