চুয়াডাঙ্গা বুধবার , ১৩ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ১৩, ২০২১ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিসের ক্রিট দ্বীপে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রা ছিল এই ভূমিকম্পের। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রিসে ভূতাত্ত্বিক সংস্থা এথেন্স অবজারভেটরির বরাতে এ খবর জানিয়েছে এএফপি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় এজিয়ান সাগরের তীরবর্তী ক্রিট ও ডোডেক্যানেস দ্বীপে এই ভূমিকম্প অনূভূত হয়। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার ছিল দু’টি। মূল এপিসেন্টার রাজধানী এথেন্সের এজিয়ান উপকূলের ৪০৫ কিলোমিটর গভীরে অপরটি ক্রিট দ্বীপের গ্রাম জাকরোসের ২৪ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আজ দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো ক্রিটে। দু’সপ্তাহ আগে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল দ্বীপটিতে। তখন মারা গিয়েছিলেন ১ জন এবং আহত হয়েছিলেন অন্তত ১০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।