গ্রামের মানুষদের সচেতন করতে চেয়ারম্যান-সচিবদের এগিয়ে আসতে হবে

চুয়াডাঙ্গায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকার এবং উন্নয়ন সংস্থার নেওয়া বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা পালনে গ্রামের মানুষদের সচেতন করতে চেয়ারম্যান ও সচিবদের এগিয়ে আসতে হবে।’ এই সংকটকালীন সময়ে জরুরি প্রয়োজনে পরষ্পরের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য সবাইকে তথ্য-প্রযুক্তির মাধ্যমগুলো ব্যবহারের পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার প্রমুখ।