কলঙ্কিত সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি বন্ধ করা, সকলের কাছে গ্রহণযোগ্য অর্ন্তবর্তী নির্বাচনী সরকার প্রতিষ্ঠা করা, লুটপাট বন্ধ করা, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, সরকারি সকল সুযোগ-সুবিধা, ভাতা দল দেখে মুখ চিনে দেওয়া বন্ধ করা ও কৃষকের উৎপাদিত ফসলের লাভজনকমূল্য পাওয়ার দাবিতে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে আজ। গতকাল শুক্রবার জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধ আনোয়ারুল ইসলাম বাবু। (প্রেস বিজ্ঞপ্তি)
