গ্যাস-বিদ্যুৎ ছাড়া
-এম এ মামুন
কি যেন কি হয় যে দেশে
বি বলে সরকার!
সকল খাতে মূল্যবৃদ্ধি
কি যে চমেৎকার।
দ্রব্যমূল্য লাগামহীন যে
কি করি উপায় ?
ছ’টাকার মাল ছত্রিশ টাকা
কোনো বিচার নাই?
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি
আর কতবার হবে ?
গরিব-দুঃখির কষ্টের কথা
কারে গো যানাবে ?
আয় জনতা অভ্যাস করি
গ্যাস-বিদ্যুৎ ছাড়া,
প্রকৃতিতে থাকবো বেঁচে
থাকবো খেয়ে নাড়া।
খবরঃ (তীব্র হচ্ছে জ্বালানি সঙ্কট)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।